ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারাদেশে একদিনে বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

সারাদেশে একদিনে বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু

বজ্রপাতে সারাদেশে একদিনে সাত জেলায় ১১ জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় ৩ জন, নারায়নগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন, কুড়িগ্রামে ২ জন, বগুড়ায় ১ জন ও নওগাঁয় ১ জন মারা গেছেন।

রোববার (৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৭ জেলায় এসব দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা

রোববার বিকেলে হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাটে বজ্রাঘাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত হাজী মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৫) ও জাকিয়া (২৫) এবং খোদে দাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।

গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রাঘাতে আব্দুল আজিজ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দী গ্রামের মকবুল হোসেনের ছেলে।

কুড়িগ্রাম

নাগেশ্বরী উপজেলায় পৃথক বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলো, মোহাম্মদ বাবলু মিয়া (৭) ও সহিব। বাবলু মিয়া উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় এলাকার নূর হোসেনের ছেলে। ‌সে স্থানীয় একটি মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়তো। অপরদিকে সহিবর উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামের আবুল কাশেমের ছেলে।

বগুড়া

বগুড়ার গাবতলীতে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের প্রথমাছেও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম শেফালি বেগম (৪০)। তিনি ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

নওগাঁ

রাণীনগর উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার কৃষ্ণপুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তাহের আলী উপজেলার কৃষ্ণপুর সরদারপাড়া গ্রামের মৃত আশরাফ হাজী মণ্ডলের ছেলে।

নারায়ণগঞ্জ

আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকায় বজ্রাঘাতে ওয়াসিম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে ওয়াসিম উলুকান্দি এলাকার দিলা মিয়ার ছেলে। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

আবা/এসআর/২৫

বজ্রাঘাত,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত